12/18/2024 ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
মুনা নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮
মধ্য গাজার আদ-দোরা স্টেডিয়ামে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে পর্যন্ত ভয়াবহ বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে এসব তাবুতে বড় ধরনের আগুন লেগে যায় এবং বহু নিরস্ত্র মানুষ হতাহত হয়।
এদিকে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি সেনাদের হামলায় তাদের অন্তত ৯০ কর্মী শাহাদাতবরণ করেছেন।
গাজায় গত ১৪ মাসের ইহুদিবাদী আগ্রাসনে অন্তত ৪৪ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, হতভাগ্য এসব মানুষের মধ্যে অন্তত ১৪ হাজার ৫০০ শিশু রয়েছে।
তিনি গাজাবাসী শিশুদেরকে প্রতি মুহূর্তের এই মৃত্যুর বিভীষিকা থেকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতিসঙ্ঘের এই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, গাজার শিশুদেরকে যখন পাশবিকভাবে হত্যা করা হচ্ছে, তখন গোটা বিশ্ব নীরবতা অবলম্বন করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.