01/08/2025 ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬
আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর ইতিমধ্যেই প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আর সেই ‘প্রথম দফার তালিকা’য় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী সে দেশে অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ ২৫ হাজার। মেক্সিকো এবং এল সালভাডর ছাড়া অন্য কোনো দেশ থেকে এত বেআইনি অভিবাসন হয়নি আমেরিকায়।
শুধু অবৈধ অভিবাসীরাই নন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তার সামনে পড়বে আমেরিকার অন্তত আড়াই লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। আমেরিকার সংবিধানে বলা আছে, আমেরিকায় জন্মালেই সে আমেরিকার নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনটিই পাল্টে দিতে চাইছেন ট্রাম্প। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, প্রেসিডেন্ট হয়েই একটি ‘এগ্জিকিউটিভ অর্ডার’-এ সই করবেন ট্রাম্প। সেই নির্দেশিকায় বলা হবে, আমেরিকায় যেসব অভিবাসী সন্তান জন্মেছে, তারা ‘জন্মসূত্রে’ আর আমেরিকান নাগরিক থাকবে না।
নয়া আইনে মা বা বাবার মধ্যে অন্তত একজন আমেরিকার নাগরিক হলে তবেই সন্তান সে দেশে জন্মালে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ পাবে। পাশাপাশি, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থক ট্রাম্পের নিশানায় রয়েছেন লাখ লাখ মানুষ, যারা আইনসিদ্ধভাবেই, কোনো না কোনো ভিসা নিয়ে, আমেরিকায় বসবাস এবং কাজ করছেন। ট্রাম্পের দাবি, ওই আইনি অভিবাসীরা আদতে আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.