04/04/2025 যুক্তরাষ্ট্রকে হুমকি দিল কানাডা
মুনা নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:২৮
কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটিকে চাপে ফেলার। বুধবার কানাডার বৃহত্তম রাজ্য অন্টারিওর সরকারপ্রধান ডং ফর্ড এমনটা জানান। তিনি বলেন, মিশিগান, নিউইয়র্ক স্টেট এবং উইসকনসিনে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে দেওয়া হবে।
ফর্ড জানান, যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের ওপর তার প্রথম দিন থেকেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তবে হাতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা। অন্টারিও রাজ্যের এই কর্তা জানান, ট্রাম্পের সিদ্ধান্তের ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, তবে তিনি নিশ্চিত করতে চান একই প্রতিক্রিয়া আমেরিকানরাও পাবে।
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্র ৩৮ দশমিক ৯ মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে। এর মধ্যে ৩৩ দশমিক ২ মিলিয়ন মেগাওয়াট আমদানি করেছে কানাডা থেকে। যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের মাত্র ১ শতাংশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.