12/18/2024 ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা বেজোসের অ্যামাজনের
মুনা নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২০
এই প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে অনুদান দেওয়ার পরিকল্পনা করছে।অ্যামাজনের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন।
একই সঙ্গে এই মুখপাত্র বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (অ্যামাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান প্রচার (স্ট্রিম) করবে। এটাও পৃথক একধরনের অনুদান। পৃথক এই অনুদানের মূল্য ১০ লাখ মার্কিন ডলার।
এর আগে গতকালই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) জায়ান্ট মেটা জানায়, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২ কোটি টাকার সমান।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ প্রায় সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন। ট্রাম্প-জাকারবার্গের মধ্যকার এই সাক্ষাতের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে সহিংস হামলা চালান। রক্তক্ষয়ী এই হামলার উদ্দেশ্য ছিল কংগ্রেসে বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকানো। এ ঘটনার পর ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলোতে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্পের ব্যাপারে প্রায় চার বছর আগে জাকারবার্গের যে অবস্থান ছিল, তাতে এখন একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রশাসনে অধিক সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহী জাকারবার্গ। তিনি প্রযুক্তিনীতির ক্ষেত্রে ভূমিকা রাখতে চান।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে অ্যামাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল সকালে ট্রাম্প বলেন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস আগামী সপ্তাহে তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।
ট্রাম্পের এমন বক্তব্যের পরই তাঁর অভিষেক অনুষ্ঠানের তহবিলে অ্যামাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশিত হলো।
আগে ট্রাম্প ও বেজোসের মধ্যে বিবাদ দেখা গেছে। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে অ্যামাজনের সমালোচনা করেছিলেন। তিনি বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার রাজনৈতিক প্রচারের (কভারেজ) প্রতিবাদ জানিয়েছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.