12/27/2024 মূল্যস্ফীতি সহনীয় হতে এক বছর সময় লাগবে, জানালেন গভর্নর
মুনা নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮
বাজারে সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না মন্তব্য করে ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হবে।
আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সকল তথ্য-উপাত্ত যাচাই করা হবে। এর ফলে ব্যাংকগুলো থেকে কারা অর্থ নিয়ে গেছে তা বের হয়ে আসবে। এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেয়া হবে।
মাস দুয়েকের মধ্যে আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক হবে ভবিষ্যত বাণী করে আহসান এইচ মনসুর বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার কারণে সময়মতো আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি। তাছাড়া, নির্বাচিত সরকারের জন্য একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যেতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.