11/22/2024 বাংলাদেশের অনলাইন জালিয়াতি চক্র : ৬ সদস্য গ্রেফতার
মুনা নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৩ ০৯:৩০
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) অনলাইন প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। ১২জুন, সোমবার বাংলাদেশের রাজধানীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন তৌহিদ মোল্লার ছেলে মো: তুর্জাউল হোসেন তুর্জো (২২), আব্দুল মোল্লার ছেলে জুলহাস হোসেন ওরফে শায়ন (৩০), মো: বখতিয়ার গাজীর ছেলে মো: মনির হোসেন (২৪), মো: কায়েস বিশ্বাসের ছেলে মো: রাজিব বিশ্বাস (২১), আবু জার বিশ্বাসের ছেলে মো: মাহফুজ বিশ্বাস ওরফে মাহফুজ (২৭) ও আব্দুল আল মুকিত কাওসার (২১)।
এটিইউ সদর দফতরের পুলিশ সুপার (এসপি) মো: আসলাম খান (মিডিয়া ও সচেতনতা বিভাগ) বলেন, খবর পেয়ে এটিইউয়ের একটি দল সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভাটারা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন এবং দুটি হার্ডডিস্ক উদ্ধার করে।
তিনি আরো বলেন, অনলাইন প্রতারক চক্র ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.