04/20/2025 যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বাজেট রাশিয়ার ৭ গুণ
মুনা নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮
২০২৫ অর্থ বছরের জন্য যুক্তরাষ্ট্রের নতুন এই বিশাল বাজেট আগামী সপ্তাহে সিনেট অনুমোদন করবে বলে মনে করা হচ্ছে। নথি সই করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। এর আগে কংগ্রেস বাজেটের বিশদ আলোচনার জন্য উভয় কক্ষ থেকে একটি কমিশন গঠন করে। উভয় চেম্বারেই সম্মত হওয়া খসড়াগুলো সাধারণত খুব অল্প সময়ের মধ্যে অনুমোদিত হয়।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার দেশে রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছেন। ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর পর সরকারের মোট ব্যয়ের এক তৃতীয়াংশের এই বাজেট গত ৩ ডিসেম্বর অনুমোদন দেওয়া হয়। বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রায় ১২৬ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এই বাজেট আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় ২৮ বিলিয়ন ডলার (তিন ট্রিলিয়ন রুবল) বেশি।
রাশিয়া গত দুই বছরে তার সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ালেও। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদের হার ২১ শতাংশে উন্নীত করে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা মিত্র দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিযেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জার্মানি নতুন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.