12/12/2024 সিরিয়ায় ইসলামিক স্টেট-এর কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না: ব্লিংকেন
মুনা নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ০০:৩৪
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে বলেছেন, সিরিয়াতে বাশার আসাদ সরকারের পতনের পর আগামী কয়েক মাসে ইসলামিক স্টেট তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন্স কমান্ড-এর প্রধান জেনেরাল ব্রায়ান ফেন্টন বলেন, সিরিয়ার টালমাতাল পরিস্থিতি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির উপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে তিনি কোন অনুমান করতে চান না। "কিছু বলার এখনো সময় হয়নি," তিনি উল্লেখ করেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবারের ব্রিফিংয়ে বলেছে, সিরিয়ায় ১২ বছর আগে নিখোঁজ হওয়া আমেরিকান সাংবাদিক অস্টিন টাইস সম্পর্কে জানতে জিম্মি সংক্রান্ত বিশেষ দূত রজার কার্স্টেন্স-কে বৈরুত পাঠানো হয়েছে।
অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জাপানের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে মঙ্গলবার সাক্ষাৎ করেন। টোকিওতে আলোচনার সময় অস্টিন যুক্তরাষ্ট্র এবং জাপানের জোট এবং ঐ অঞ্চলে নিরাপত্তার ব্যাপারে আমেরিকার প্রতিশ্রুতির গুরুত্ব আবার নিশ্চিত করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.