04/10/2025 ক্ষমতাচ্যুত আসাদ প্রাসাদে ফেলে গেছে ৪০টির বেশি বিলাসবহুল গাড়ি
মুনা নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪ ০০:৪১
সোমবার দামেস্কে আসাদের প্রধান প্রাসাদের কাছাকাছি একটি গ্যারেজে রাখা তার গাড়ি বহরের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব ফুটেজের সত্যতা যাচাই করেছে।
ফুটেজে কয়েকটি লাল রঙের ফেরারি এফ৫০ (প্রতিটির বাজারমূল্য ৩০ লাখ ডলারের বেশি), একটি ল্যাম্বরগিনি, রোলস রয়েস এবং বেন্টলিসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখা যায়। অন্তত একটি গাড়িতে দামেস্কের লাইসেন্স প্লেট লাগানো ছিল।
ভিডিওতে সিরিয়ার উৎসুক জনতাকে গ্যারেজের গাড়িগুলো পর্যবেক্ষণ করতে দেখা যায়। গতকাল বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল–আসাদ পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।
রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় পাঁচ দশকেরও বেশি শাসনের অবসান হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.