12/12/2024 'মোহাম্মদ' ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম
মুনা নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৩
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএরস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নামটি শিশুদের জন্য ইংল্যান্ডের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। ২০২৩ সালে শিশুর নামের তালিকায় জায়গা নিয়েছে ‘মোহাম্মদ’। ২০২২ সালেও ‘মোহাম্মদ’ দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে জন্মগ্রহণকারী ৪,৬৬১ ছেলের নাম রাখা হয়েছিল ‘মোহাম্মদ’। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪,১৭৭। ওএনএসের প্রতিবেদনে বলা হয়েছে- ইংল্যান্ড ও ওয়েলসের ১০ এলাকায় ‘মোহাম্মদ’ নামটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া ব্রিটিশ রাজধানী লন্ডনে অনেক শিশুর নামও রাখা হয়েছে ‘মোহাম্মদ’।
উল্লেখ্য, ইংল্যান্ড এবং ওয়েলসের ছেলেদের জন্য সেরা তিন পছন্দের নামে যেটা প্রথম স্থানে রয়েছে, তা হলো মোহাম্মদ, দ্বিতীয় স্থানে নোয়া এবং তৃতীয় স্থানে অলিভার।
পরিবার থেকে নেওয়া রাজ, সেন্ট এবং সামের মতো নামগুলো আরও সাধারণ হয়ে উঠছে। সিজনের নামগুলো যেমন- অটম এবং সামার, বা সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন- সানডে এবং ওয়েডনেসডে, আরও জনপ্রিয় হয়ে উঠছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.