12/12/2024 তুলসী গ্যাবার্টকে নিয়ে উদ্বেগ জানালেন সাবেক ১০০ কূটনীতিক ও গোয়েন্দা
মুনা নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৫২
তুলসী গ্যাবার্টকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মনোনয়নের পর উদ্বেগ প্রকাশ করছেন সাবেক মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে আমরা উদ্বিগ্ন। তুলসীর অতীত কার্যক্রম বলছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।’
এই ১০০ জন সাবেক কূটনীতিক ও গোয়েন্দা গত বুধবার ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে চিঠি দেন। ওই চিঠিতে তাঁরা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলো পর্যালোচনার জন্য গোপনে বৈঠকের অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, সাবেক ন্যাটো উপমহাসচিব রোজ গটেমোয়েলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি লেক এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।
এই চিঠির বিষয়ে গতকাল ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র বলেন, রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান ‘ভিত্তিহীন’ এবং ‘দলীয় পক্ষপাতদুষ্ট’।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.