04/20/2025 দেশবিরোধী অপপ্রচার প্রতিরোধে ফেসবুকের সহায়তা চাইলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ২১:১৯
রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স দেশটির প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, "ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা (বাংলাদেশ) এর ভুক্তভোগী।"
'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে' বলে উল্লেখ করেন তিনি।
মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটা'র মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করতে মেটা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে।”
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.