04/04/2025 পেপালের সাবেক কর্মকর্তা হলেন ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টোর জার
মুনা নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২১
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে কৃত্রিম বুদ্ধমত্তা ও ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির বিষয়াদি দেখভালের জন্য মনোনীত করেছেন পেপালের সাবেক প্রধান অপারেটিং অফিসার ডেভিড স্যাকসকে। গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তিনি পেপালের সাবেক প্রধান অপারেটিং অফিসার ডেভিড স্যাকসকে তাঁর নতুন প্রশাসনে এআই ও ক্রিপ্টো জার হিসেবে নিয়োগ দিচ্ছেন। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ‘তিনি (ডেভিড স্যাকস) একটি আইনি কাঠামো তৈরি করবেন যাতে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সেই স্পষ্টতা পায় যা তারা চাইছে এবং যুক্তরাষ্ট্রে এর মাধ্যমে সমৃদ্ধ হতে পারে।’ তবে ট্রাম্প স্পষ্ট করেননি এই ‘জার’ আনুষ্ঠানিক কোনো পদবি কিনা।
নতুন ক্রিপ্টো জার এবং ট্রাম্পের নতুন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা—যেমন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনের প্রধানেরা নবগঠিত ক্রিপ্টো পরামর্শক পরিষদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের ডিজিটাল মুদ্রা নীতিতে পরিবর্তন আনবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের প্রযুক্তি বাজারের সমর্থকেরা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েনের ওপর কম নিয়ন্ত্রণ দেখতে চান। কারণ, তারা মনে করেন—ওয়াশিংটন অতিরিক্ত নিয়মের মাধ্যমে উদীয়মান উদ্ভাবনী খাতগুলোকে দমন করবে।
এয়ারবিএনবি ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম কোইনবেসে বিনিয়োগ করা এলাদ গিল বলেন, স্যাকসকে এই পদে নির্বাচনের সিদ্ধান্তটি একটি ‘শক্তিশালী পদক্ষেপ’। ওপনেএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘কংগ্রাচুলেশনস টু জার ডেভিড স্যাকস।’
বিনিয়োগ প্রতিষ্ঠান কাইন্ড্রেড ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা স্টিভ জাং রয়টার্সকে বলেছেন, ‘স্যাকস সম্ভবত (ক্রিপ্টো ও এআই খাতে) নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি হালকা লাগাম রাখবেন, তবে কিছু সুরক্ষা ব্যবস্থা ছাড়া নয়।’ তিনি ভবিষ্যদ্বাণী করেন, স্যাকস কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে এটি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেবেন।
ট্রাম্প এক সময় ক্রিপ্টোকে ‘স্ক্যাম বা প্রতারণা’ বলে অভিহিত করলেও দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডিজিটাল এই মুদ্রার পক্ষে দাঁড়িয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে ‘পৃথিবীর ক্রিপ্টো রাজধানী’ বানাবেন এবং একটি জাতীয় বিটকয়েন রিজার্ভ তৈরি করবেন।
এদিকে, গত বুধবার রাতে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ১ লাখ ডলার ছাড়িয়েছিল। এই বিষয়টি বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ পোষণকারীদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। বিনিয়োগকারীরা একটি সহানুভূতিশীল ইউএস প্রশাসনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির স্থান আর্থিক বাজারে প্রতিষ্ঠিত করার জন্য উন্মুখ হয়ে আছেন।
ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনট ক্যাপিটালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাথিউ ডিব বলেছেন, ‘এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেভিড বছরের পর বছর ধরে ক্রিপ্টোতে হাতেকলমে শিখেছেন। তিনি প্রযুক্তিগত এবং বাণিজ্যিকভাবে ক্রিপ্টো সম্পর্কে বেশির ভাগের চেয়ে অনেক বেশি দক্ষ মনে হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ৫২ বছর বয়সী ডেভিড স্যাকস ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ক্রাফট ভেঞ্চারের সহপ্রতিষ্ঠাতা এবং পেপালের প্রথম দিককার অন্যতম কর্মী। স্যাকসকে ‘পেপাল মাফিয়ার’ সদস্য হিসেবে বিবেচনা করা হয়। এই মাফিয়া গোষ্ঠীতে পেপালের সাবেক কর্মচারী এবং নির্বাহী রয়েছে, যাদের মধ্যে পিটার থিল এবং ইলন মাস্কও অন্যতম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.