04/04/2025 চীনের রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে বেছে নিলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭
সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেছেন তিনি। গভীর অবিশ্বাস ও বাণিজ্য উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এমন একজন সাবেক রাজনীতিবিদকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে করা কটি পোস্টে ট্রাম্প বলেছেন, ‘এ অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে ও চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে তিনি সহায়ক হবেন।’
২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের মসনদে বসবেন ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং যদি আরও কিছু না করে তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।
নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
জর্জিয়ার একজন রিপাবলিকান পার্ডিউ, যিনি ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে, একজন ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবনে হংকংয়ে ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.