04/04/2025 ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাহামাস, অভিবাসীদের নিতে অস্বীকৃতি
মুনা নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাহামাস। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহামাইন প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের অফিস জানায়, ট্রাম্পের অভিবাসী প্রত্যর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। খবর আল জাজিরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এ ধরনের অনুরোধ পূরণে পর্যাপ্ত সম্পদ বাহামাসের নেই।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী প্রস্তাব প্রত্যাখ্যানের পর ট্রাম্পের ট্রানজিশন দলের সঙ্গে আর কোনো আলোচনা হয়নি। সরকার তার প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ।’
গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। এরই মধ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার সময়ে আমেরিকান ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী প্রত্যর্পণ অভিযান চলবে।
ট্রাম্পের এ ধরনের পদক্ষেপের বিষয়ে ইতোমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিউরিটি বিভাগ ধারণা করছে, ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ১১ মিলিয়ন মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। অন্যদিকে ওই বছরের আদমশুমারিতে দেখা গেছে বাহামাসে মাত্র ৪ লাখেরও কম মানুষের বসবাস।
ট্রাম্পের অভিবাসী প্রত্যর্পণ পরিকল্পনা তার প্রেসিডেন্ট ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। কারণ এতে যেমন আইনি চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিদেশি সরকারের সহযোগিতারও প্রয়োজন হবে।
পরিচয় গোপনের শর্তে তিন সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, অভিবাসীদেরকে যদি তাদের নিজ দেশ ফিরিয়ে না নেয় তাহলে ট্রাম্প এসব অভিবাসীদের কয়েকটি দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে- বাহামাস, তুর্কি এবং কাইকোস দ্বীপপুঞ্জ এবং পানামা গ্রেনাডা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.