12/05/2024 মাস্কের ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিকের আবেদন আবারও খারিজ
মুনা নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
আমেরিকান ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ৫৬ বিলিয়ন বা পাঁচ হাজার ৬০০ কোটি ডলার পারিশ্রমিক অনুমোদন করা হবে না বলে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায় দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শেয়ারহোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও কয়েক মাসের আইনি লড়াইয়ের পরও এর কোনও মামলাটি মাস্কের পক্ষে গেলো না। বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে দেওয়া তার পূর্ববর্তী রায়ের ধারাবাহিকতা ধরে রাখলেন। আগেরবার তিনি যুক্তি দিয়েছিলেন, বোর্ড সদস্যরা ইলন মাস্কের দ্বারা অত্যধিক প্রভাবিত।
এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, বিচারকদের নিয়ন্ত্রণ না করে শেয়ারহোল্ডারদের উচিত ভোট নিয়ন্ত্রণ করা।
এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছে টেসলা। তারা এক্স-এ জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা। এই রায় না পাল্টালে আসল মালিকদের পরিবর্তে বিচারক ও মামলার আইনজীবীরাই কোম্পানি পরিচালনা করবেন।
রায়ের বিষয়ে বিচারক ম্যাককরমিক বলেছেন, তালিকাভুক্ত কোনও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জন্য এটি হতো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্যাকেজ। কিন্তু টেসলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ২০১৮ সালের এই বেতন মাস্কের ন্যায্য অধিকার ছিল।
৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের ভোটে প্যাকেজটি জুনে অনুমোদিত হয়েছিল। তবে টেসলার আইনজীবীদের হাজারো যুক্তি সত্ত্বেও এই বেতনের পরিমাণকে অত্যধিক বলে মনে করেন বিচারক।
এছাড়া, টেসলা ও মাস্কের বিরুদ্ধে মামলা করা শেয়ারহোল্ডারকে ৩৪ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়া উচিত। তবে মাস্কের চাওয়া পারিশ্রমিক তিনি পাওয়ার অধিকারী নন।
কিছু পর্যবেক্ষক বলেছেন, মাস্ক ও টেসলার পক্ষে রায় গেলে সেটা ডেলাওয়্যার রাজ্যের আইনগুলিকে দুর্বল করতে পারত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.