12/05/2024 বিলিয়নেয়ার ব্যাংকারকে ব্রিটেনে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলিয়নেয়ার ইনভেস্টমেন্ট ব্যাংকার ওয়ারেন স্টিফেনসকে ব্রিটেনে আমেরিকার রাষ্ট্রদূত মনোনীত করেছেন। ২ ডিসেম্বর সোমবার ট্রাম্প তাকে মনোনীত করে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দীর্ঘদিনের রিপাবলিকান এই দাতা একবার ট্রাম্পের বিরোধিতা করেছিলেন বলে কথিত আছে এবং ২০১৬ সালে তার প্রেসিডেন্ট হিসেবে দলের প্রাথমিক বিজয় ঠেকাতে নিয়োজিত একটি গোষ্ঠীকে অর্থ দিয়েছিলেন।
দক্ষিণের রাজ্য আরকানসাসে অবস্থিত ইনভেস্টমেন্ট ব্যাংক স্টিফেনস ইনকর্পোরেটেড-এর ব্যাংকার স্টিফেনস তার পর থেকে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অর্থ দিয়েছেন যা ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ওয়ারেন সবসময়ই যুক্তরাষ্ট্রের পুরো সময় সেবা করার স্বপ্ন দেখেছেন। আমি রোমাঞ্চিত যে তিনি এখন শীর্ষ কূটনীতিক হিসেবে সেই সুযোগ পাবেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে লালিত এবং প্রিয় মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।’
নবনির্বাচিত প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রশাসনের জন্য নিজস্ব লোকদের নিয়োগ দিচ্ছেন।
তিনি সম্প্রতি ফ্রান্সে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে তার জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারে নাম ঘোষণা করেছেন।
হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে ট্রাম্প আরেক ধনকুবের এবং প্রচারণার সমর্থক ব্যবসায়ী উডি জনসনকে ব্রিটেনে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
সূত্র : বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.