12/05/2024 এশিয়ার তিন দেশ সফরে মাযুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন।
তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সাথে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা।
নয়াদিল্লিতে আমেরিকান সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু যুক্তরাষ্ট্র-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। ২ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সাথে যোগ দিবেন।
ভারতের সিনিয়র কর্মকর্তাদের সাথে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রক্ষিত ইস্যুগুলো স্থান পাবে।
আগামী ৫ ডিসেম্বর ডোনাল্ড লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এই সময় ইউএসএআইডি’র উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাউর এবং অর্থ মন্ত্রণালয়ের উপ সহকারী মন্ত্রী রবার্ট ক্যার্ফোথকে নিয়ে শ্রীলঙ্কার সিনিয়র সরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করবেন।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সাথে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।
সূত্র : এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.