12/05/2024 আসাদকে সহায়তায় ইরাক থেকে সিরিয়ায় ইরানপন্থি মিলিশিয়ারা
মুনা নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ২০:০২
ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে এবং উত্তর সিরিয়ার ফ্রন্টলাইনে লড়াইরত দুর্বল সিরীয় সেনাদের সহায়তায় এগিয়ে যাচ্ছে। ২ ডিসেম্বর, সোমবার এই তথ্য জানিয়েছে দুই সিরীয় সেনা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক উচ্চপদস্থ সিরীয় সেনা কর্মকর্তা জানান, ইরাক থেকে হাশদ আল-শাবির অন্তর্ভুক্ত কয়েক ডজন যোদ্ধা আল-বুকামাল সামরিক রুট ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করেছে।
তিনি বলেছেন, উত্তরাঞ্চলের ফ্রন্টলাইনে আমাদের সহযোদ্ধাদের সহায়তায় নতুন করে এই বাহিনী পাঠানো হয়েছে। ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ফাতেমিয়ুন বাহিনী এই গোষ্ঠীর মধ্যে রয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়া পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহ দমনে এবং দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল।
তবে সাম্প্রতিক দিনগুলোতে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে পর্যাপ্ত মানবশক্তির অভাবে সিরীয় সেনাবাহিনী দ্রুত পিছু হটেছে এবং আলেপ্পো শহর থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। ইরান-সমর্থিত হিজবুল্লাহর নেতৃত্বাধীন মিলিশিয়ারা আলেপ্পো এলাকায় শক্তিশালী অবস্থান বজায় রেখেছে।
এদিকে, ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় ইরানি ঘাঁটিগুলোর ওপর আক্রমণ জোরদার করেছে। একই সঙ্গে লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহ ও তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করার দাবি করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.