12/05/2024 ইসরাইলী হামলায় শহীদ হলেন আকসা চ্যানেলের সম্পাদক মামদুহ ক্বানিতাহ
মুনা নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬
গাজায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শহীদ হলেন আকসা চ্যানেলের সম্পাদক মামদুহ ক্বানিতাহ। ৩০ নভেম্বর, শনিবার গাজায় সরকারের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলী বিমান হামলায় আকসা চ্যানেলের সম্পাদক মামদুহ ক্বানিতা শাহাদাত বরণ করেছেন। এর ফলে সাংবাদিক নিহতের সংখ্যা ১৯১ এ গিয়ে পৌঁছেছে। আমরা ইসরাইলের এমন ধারাবাহিক জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলোকে ও সংবাদ সংশ্লিষ্ট বিশ্বের সকলকে আহবান জানাই, তারা যেনো দখলদার ইসরাইলকে এই অপরাধের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করে। চলমান অপরাধের দায়ে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়। গণহত্যা ও সাংবাদিক গুপ্তহত্যার অপরাধ বন্ধে তাদের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর ২৩ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ৪২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লক্ষ ৫ হাজার ২৫০ জন আহত হয়। নিখোঁজ রয়েছেন প্রায় ১১ হাজার জন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ২১ নভেম্বর গণহত্যা পরিচালনার মূল হোতা খ্যাত ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার প্রায় বছর খানেক পর তাদের উপর এই পরোয়ানা জারি করা হয়। এছাড়া আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতেও গণহত্যার অপরাধে মামলা লড়তে হচ্ছে বিশ্বমানবতার শত্রু দেশটিকে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.