04/04/2025 ওপেনএআইয়ের বিরুদ্ধে গণমাধ্যম প্রতিষ্ঠানের মামলা
মুনা নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
কানাডার প্রধান সংবাদ সংস্থাগুলোর পক্ষ থেকে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ দাবি করা হয়েছে, তা কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ওপেনএআইয়ের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন লেখা ব্যবহার করেছে। এ থেকে অন্যায্যভাবে নিজেরা লাভবান হয়েছে।
কানাডার অন্টারিওর বিচার আদালতে গতকাল শুক্রবার করা এ হামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়। এ ছাড়া সংবাদ সংস্থাগুলোর বিভিন্ন নিবন্ধ ব্যবহার করে ওপেনএআই যে মুনাফা করেছে, তার থেকে অংশ চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে খবরের এ ধরনের ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
নিউজ মিডিয়া কানাডার প্রেসিডেন্ট পল দিগান বলেন, এসব কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো মালিকানা থাকা বিষয়বস্তুগুলোকে খেয়ে ফেলছে। যে সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করে ও সাংবাদিক নিয়োগ দিয়ে সত্যিকারের লোকজনের জন্য সত্যিকারের গল্প তুলে আনে, তাদের ওপর ভর করে বিনা মূল্যে সুবিধা ভোগ করছে।
মামলাকারীদের মধ্যে রয়েছে গ্লোব অ্যান্ড মেইল, কানাডিয়ান প্রেস, সিবিসি, টরন্টো স্টার, মেট্রোল্যান্ড মিডিয়া ও পোস্টমিডিয়া। ওপেনএআইয়ের কাছে প্রতি নিবন্ধের জন্য ২০ হাজার কানাডিয়ান ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ মামলায় তারা জিতলে কয়েক বিলিয়ন অর্থ ক্ষতিপূরণ পাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.