11/30/2024 ভারতীয় মিডিয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন
মুনা নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ১৫:৪৭
ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের মধ্যে সম্পর্কে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো সহায়ক নয়।
আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। ভারতীয় মিডিয়া একেবারে ভয়ঙ্করভাবে লেগে পড়লো। এটা কেন করছে, তারা ভালো বলতে পারবে।
শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলোর মিথ্যাচার তুলে আনার জন্য দেশের গণমাধ্যমগুলোর ভূমিকাও প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।’
জাতীয় ঐক্য না থাকার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় স্বার্থে অবশ্যই আমাদের জাতীয় ঐকমত্য দরকার। আমরা কারো জন্য হুমকি নই, কেউ আমাদের জন্য হুমকি হোক তাও চাই না।’
প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।
বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.