11/26/2024 ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের ওপর নির্যাতন
মুনা নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১৮:২৬
ফিলিস্তিন সরকারের তথ্যকেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জা উপত্যকায় এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মীকে শহীদ করেছে। ইসরাইল ৩১০ জনেরও বেশি ফিলিস্তিনি চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে তাদের ওপর নির্যাতন চালিয়েছে।
২৫ নভেম্বর, সোমবার ফিলিস্তিন সরকারের তথ্যকেন্দ্রের বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অফিস জানায়, ইসরাইল সরকার চিকিৎসা সরঞ্জাম এবং কোনো চিকিৎসা কর্মীকে গাজ্জা উপত্যকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না।
গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের শহীদ ও নির্যাতনের বিষয়ে ফিলিস্তিনি সরকারের তথ্য অফিসের পরিসংখ্যান এমন সময় প্রকাশিত হলো, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের আবারও হুমকি দিয়েছেন।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যদি কেউ গাজ্জা থেকে একজন জীবিত জিম্মিকে উদ্ধার করে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। সেই সাথে গণহত্যর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গাজ্জার বাসিন্দাদের অবশ্যই জীবন ও মৃত্যুর মধ্যে একটি পথ বেছে নিতে হবে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজ্জায় ইসরাইলি শাসকদের হামলায় ৪৪,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ১০৭,০০০ এরও বেশি আহত হয়েছে।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.