11/26/2024 ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন
মুনা নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১৭:৪৬
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। এতে যোগ দেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ২৫ নভেম্বর সোমবার হোয়াইট হাউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউসে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্টের অংশগ্রহণকে ‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার’ হিসেবে অভিহিত করেছে।
যদিও ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ওই সময়ে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে বাইডেনের বিজয়কে জালিয়াতিপূর্ণ বলে দাবি করেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস এয়ার ফোর্স ওয়ানে বাইডেনের সাথে থাকা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই নির্বাচনে যে বিজয়ী হবেন, তার অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।’
বেটস আরো বলেন, ‘বাইডন ও তার স্ত্রী সেই প্রতিশ্রুতিকে সম্মান জানাতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘তিনি (বাইডেন) আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং জনগণের ইচ্ছাকে সম্মান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।’
৫ নভেম্বর ভোটের পরের সপ্তাহে বাইডেন নব-নির্বাচিত ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই নির্বাচনে ট্রাম্প একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেন। তিনি ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন।
সূত্র : বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.