11/26/2024 ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন
মুনা নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১৫:৫২
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই তিন দেশের ওপর বড় ধরনের ট্যাক্স আরোপের হুমকি দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ তিনটি হলো মেক্সিকো, কানাডা ও চীন।
এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর “অতিরিক্ত” ১০ শতাংশ ট্যাক্স (শুল্ক) আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
২৫ নভেম্বর, সোমবার ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসনের প্রথম দিনেই তিনি মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন এবং এই পদক্ষেপগুলো অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, মেক্সিকো ও কানাডা—দুই দেশেরই এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ না তারা তা করে তাদের বড় মূল্য দিতে হবে!
পরবর্তীতে আরেক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল চোরাচালান বন্ধে পদক্ষেপ না নেয়া পর্যন্ত সব ধরনের শুল্ক ছাড়াও চীনের ওপর তিনি আরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
সূত্র: আলজাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.