11/25/2024 শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
মুনা নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৩
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। একইসঙ্গে, এ ধরনের সংঘর্ষের পেছনে কোনো উস্কানি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সাম্প্রতিককালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং কোনো ধরনের সংঘর্ষে জড়িত না হতে অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের সংঘর্ষের পেছনে কোনো উস্কানি আছে কিনা তা সরকার তদন্ত করছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাংলাদেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
উল্লেখ্য, সোমবার ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের রাতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.