11/25/2024 এখনো অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল!
মুনা নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
ভোটাভুটি হয়ে গেছে সেই ৫ নভেম্বর। ১৯ দিন আগে। কিন্তু এখনো আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফর্নিয়ার ভোটের ফলাফল অঘোষিত। আনুষ্ঠানিকভাবে এখনো ওই রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়নি। যদিও সামগ্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার ‘রায়’ স্পষ্ট।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হোয়াইট হাউসের কুর্সিতে ফিরছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অধিকাংশ রাজ্যেই পরাজিত করেছেন তিনি। কিন্তু ক্যালিফর্নিয়ায় কেন এখনো ভোটগণনা সম্পূর্ণ হলো না? সম্প্রতি গণনাপ্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইলন মাস্কও।
ট্রাম্পের নতুন সরকারের দক্ষতা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন আমেরিকার ধনকুবের মাস্ক। শনিবার ভারতের নির্বাচনী গণনা-সংক্রান্ত একটি রিপোর্ট পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভারত এক দিনে ছয় কোটি ৪০ লাখ ভোট গুণে ফেলেছে। ভোটের ফল ঘোষণা করেছে। কিন্তু ক্যালিফর্নিয়ায় এখনো গণনা চলছে।’ এর পর হতাশাসূচক একটি ইমোজি দিয়েছেন এক্সের মালিক মাস্ক। জুন মাসে ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। ভোটগণনা হয়েছিল ৪ জুন। ওই গণনা প্রক্রিয়ার দৃষ্টান্তই মাস্ক টেনেছেন বলে মনে করা হচ্ছে।
কিন্তু কেন ক্যালিফর্নিয়ায় এই বিলম্ব? কী পদ্ধতিতে ভোটগণনা হয় সেখানে? আর কত গণনাই বা বাকি রয়েছে?
বিভিন্ন সূত্রে জানা গেছে , ক্যালিফর্নিয়ায় ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো ভোটের ফল ঘোষণা করা হয়নি। যদিও সংবাদ সংস্থা এপি ইতিমধ্যে ওই রাজ্যে কমলা হ্যারিসকে জয়ী ঘোষণা করে দিয়েছে। এপির রিপোর্ট অনুযায়ী, ক্যালিফর্নিয়ায় ৫৮.৬ শতাংশ ভোট পেয়েছেন হ্যারিসের দলের প্রার্থী। ট্রাম্পের দলের প্রার্থী পেয়েছেন ৩৮.২ শতাংশ ভোট।
জনবহুল ক্যালিফর্নিয়ায় তিন কোটি ৯০ লাখ মানুষের বাস। তাদের মধ্যে দেড় কোটির বেশি মানুষ নভেম্বরের শুরুতে ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এই রাজ্যে ভোটগণনায় বিলম্বের অন্যতম কারণ ভোটগ্রহণের পদ্ধতি, যা আমেরিকার অন্যান্য রাজ্যের চেয়ে কিছুটা আলাদা।
সাধারণভাবে, ক্যালিফর্নিয়ার মানুষ ইমেলের মাধ্যমে ভোট দিয়ে থাকেন। অধিকাংশ ভোট পড়ে ইমেলে। সেই ভোট গণনা করতে বাড়তি সময় লেগে যায়। ইমেলে যতগুলো ব্যালট জমা পড়ে, সেগুলো যাচাই করা হয় বিশেষ পদ্ধতিতে। তাতেই স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। বুথে সশরীরে মানুষ গিয়ে যে ভোট দিচ্ছেন, তা গোণার সময় যাচাই করার প্রয়োজন হয় না। ইমেলের প্রতিটি ব্যালট ধরে ধরে যাচাই করতে হয়।
এখানেই শেষ নয়, ইমেলের মাধ্যমে ভোট দেয়ার ক্ষেত্রে ভুলত্রুটি সংশোধন করার সময়ও পান ভোটারেরা। ব্যালটে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধনের জন্য আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। তাই তার আগে ক্যালিফর্নিয়ার ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানা যাবে না। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.