11/24/2024 আমেরিকান–ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস–সমর্থক: ইসরায়েলের জরিপ
মুনা নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৯
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। উদ্দেশ্য সেখানকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা। আর এই আগ্রাসনে শুরু থেকেই দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সরবরাহ করা অস্ত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো গাজা উপত্যকা।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে এক লাখ ৪ হাজার ৪৭৩ ফিলিস্তিনি।
এদিকে, হামাস নির্মূলে আগ্রাসন চালালেও ইসরায়েলের নিজের করা এক জরিপে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী আমেরিকান–ইহুদি তরুণদের এক–তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।
জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়।
জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ আমেরিকান–ইহুদি তরুণ।
২১ নভেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭ শতাংশ।
এদিকে, জরিপে অংশগ্রহণকারী আমেরিকান–ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার ১০ শতাংশ।
বিস্ময়কর হল- আমেরিকান-ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতিই সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ (৬৬ শতাংশ) সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল।
জরিপে এ–ও দেখা গেছে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে, যেমন ৬২ শতাংশ আমেরিকান–ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে ৮৪ শতাংশ বলেছে, ‘একটি ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর, জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট আই
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.