11/24/2024 মাত্র ৮ মাসে কোরআনের হাফেজ!
মুনা নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ০০:৪৫
বিস্ময়কর ও প্রখর মেধাবী এই মোহাম্মদ ওমর ফারুক বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার জিয়া উদ্দিন (রানার) ছেলে।
হাফেজ মুহাম্মদ ওমর ফারুক জানায়, ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে নিজেও খুশি। বড় হয়ে অনেক বড় আলেম হতে চায় সে।
মুহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার ছেলের (ওমরের) মায়ের অনেক আশা ছিল তার ছেলে হাফেজ হবে। সেই ইচ্ছা সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি ও ছেলের শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, আল্লাহপাক কবুল করেছেন বলেই মাত্র ৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে মুহাম্মদ ওমর ফারুক। এত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটা মাদ্রাসার জন্যও গর্বের।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.