11/23/2024 নির্বাচনে জিতে এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৭:৪২
দ্বিতীয় দফা জয়ের পর, এবার গিটার ব্যবসায় নেমেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ক্রেতাদের জন্য ব্র্যান্ডেড অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটারের তার অটোগ্রাফও থাকবে। বলা হচ্ছে, এটি ট্রাম্পের সবশেষ ব্যবসায়িক উদ্যােগ। ২২ নভেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
‘ট্রাম্প গিটারস’ নামে ওয়েবসাইট অনুসারে, আপাতত বাজারে চারটি ভিন্ন ভিন্ন ফিচারের গিটার আনছেন ট্রাম্প। এই চার মডেলের গিটার হল- ‘আমেরিকান ঈগল সিরিজ’, ‘প্রেসিডেন্সিয়াল সিরিজ’, ‘সিগনেচার এডিশন’ এবং ‘গড ব্লেস দ্য ইউএসএ’। বুধবার তার নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সম্পর্কিত পোস্ট শেয়ার করেছেন।
ওয়েবসাইট অনুসারে, ‘আমেরিকান ঈগল সিরিজ’-এ অ্যাকোস্টিক এবং ইলেকট্রিক গিটার রয়েছে - প্রতিটির দাম ১২০০ ডলার থেকে ১৫০০ ডলার। গিটারগুলোতে আমেরিকান পতাকার ছবি, একটি টাক ঈগল এবং গিটারের গলায় লেখা রয়েছে, ‘আমেরিকাকে আবার মহান করুন’। কিছু গিটারে ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং সেগুলির ক্রেতাদের দাম হবে ১০ হাজার ডলার।
‘প্রেসিডেন্সিয়াল সিরিজ’ গিটারগুলোকে নম্বর দেওয়া হবে এবং ২ হাজার ডলারে বিক্রি করা হবে, যেখানে ওয়েবসাইট অনুসারে একটি অনির্দিষ্ট সংখ্যক ‘গড ব্লেস দ্য ইউএসএ’ অ্যাকোস্টিক গিটার ১ হাজার ডলারে পাওয়া যাবে৷
সামাজিকমাধ্যমে পণ্যবিক্রির প্রচারণার এবারই নতুন নয় ট্রাম্পের। এর আগে বাইবেল, ঘড়ি, জুতাসহ আরো বিভিন্ন পণ্য বিক্রির প্রচারণা চালিয়েছেন তিনি। এসব পণ্যে তিনি আমেরিকান জাতীয়তাবাদী এবং তার তার রাজনৈতিক স্নোগান তুলে ধরেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.