11/23/2024 যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার ৫০টিরও বেশি ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৭:২২
৫০টির বেশি রাশিয়ান ব্যাংক, সিকিউরিটিজ রেজিস্ট্রার ও আর্থিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর মধ্যে রাশিয়ার অন্যতম বৃহত্তম ব্যাংক গ্যাজপ্রমব্যাংকের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে তার শক্তি-সম্পর্কিত লেনদেন বন্ধ করা, আমেরিকানদের সাথে বাণিজ্য নিষিদ্ধ করা এবং আমেরিকান সম্পদ জব্দ করা।
যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার পরও গ্যাজপ্রমব্যাংকের দাবি, আমেরিকানদের এই ব্যবস্থাগুলিও তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না। এদিকে ৫০টি ছোট ব্যাংককে বৈশ্বিক অর্থায়নে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
রাশিয়ান ব্যাংকের ওপর আমেরিকান নিষেধাজ্ঞা নিয়ে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘আমেরিকান নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার প্রচেষ্টাকে রোধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে।’
অবশ্য জো বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে এসব নিষেধাজ্ঞা জারি হতে পারে সে ধারণা আগে থেকেই ছিল রাশিয়ার। যে কারণে খুব বেশি বিচলিত নয় তারা। কেননা, তারা মনে করে, ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.