11/22/2024 আদানির বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলার ঘুষের অভিযোগ, নিউইয়র্কে মামলা
মুনা নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ১৬:৪৫
বিলিয়ন ডলারের একাধিক চুক্তিতে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার এবং ঘুষের চক্রটিকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করার অভিযোগে নিউইয়র্কে অভিযুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি এবং আরো দুই নির্বাহী কর্মকর্তা।
অভিযোগে বলা হয়েছে, একটি উৎকোচ স্কিম দ্বারা পরিচালিত হয়ে আদানি তার নিজ দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন। নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়্যার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে ৬২ বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে। গতকাল বুধবার (২০ নভেম্বর) অভিযুক্ত হওয়ার কথাটি প্রকাশ করা হয়।
আদানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আদানি সেই বিনিয়োগকারীদের তার এই পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের লাভজনক চুক্তিটি পান।
আদানি, তার গ্রুপ এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরো বহু লোকের বিরুদ্ধেও এ অভিযোগ আনা হয়েছে।
ব্রুকলিনের অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি ঘুষ দেয়ার জন্য এই কর্মকর্তারা একমত হয়েছিলেন, যাতে ২০ বছরে ২ বিলিয়ন ডলার মুনাফা আনার আশা ছিল এমন সৌর জ্বালানি সরবরাহ চুক্তি লাভ করা যায়।
পৃথকভাবে, যুক্তরাষ্ট্রের শীর্ষ বাজার নজরদারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আদানি এবং আরো দুই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটি ‘বৃহৎ উৎকোচ স্কিম’ পরিচালনার অভিযোগ এনেছে।
অভিযুক্তরা দাবি করেছেন যে, একাধিক ক্ষেত্রে, আদানি ব্যক্তিগতভাবে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে উৎকোচ স্কিমটি এগিয়ে নেয়ার জন্য সাক্ষাৎ করেছিলেন।
আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.