11/23/2024 জার্মানিকে ছাড়িয়ে চীন, শীর্ষে দ. কোরিয়া
মুনা নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ১৬:৩৮
শিল্প কারখানায় রোবট ব্যবহারে জার্মানিকে ছাড়িয়ে গেছে চীন। গতকাল বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক রোবটিক্স ফেডারেশন (আইএফআর) থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
রোবট ব্যবহারের দিক থেকে দক্ষিণ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। সেখানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ১ হাজার ১২টি রোবট ব্যবহৃত হচ্ছে। সিঙ্গাপুর এবং চীন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। চীনে বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহৃত হচ্ছে, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
এদিকে, প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪২৯টি রোবট ব্যবহার করে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। তবে জার্মানিতে রোবট ব্যবহারের সংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর ৫ শতাংশ।
আইএফআর-এর সভাপতি তাকায়ুকি ইতো বলেন, "চীন স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং রোবট ব্যবহারে তৃতীয় স্থানে পৌঁছেছে।"
অর্থনীতিতে চীনের এই অগ্রগতি জার্মানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ অতীতে জার্মানি তার শিল্পভিত্তিক প্রবৃদ্ধি এবং রপ্তানির ওপর নির্ভরশীল ছিল।
তবে বর্তমানে চীনসহ অন্যান্য দেশের প্রতিযোগিতার মুখোমুখি হওয়া জার্মানি আগামী বছর অর্থনৈতিক সংকোচনের সম্মুখীন হতে যাচ্ছে, যা গ্রুপ অব সেভেন (জি৭) দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থান হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.