11/21/2024 ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৬
প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা। একইসাথে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্যও অভিযুক্ত করেছেন।
প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র দুই মাস। বাইডেন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় ধরনের নীতির পরিবর্তন করেছেন। যা এখন দীর্ঘ স্থায়ী অনুরোধে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরে পদার্পণ করেছে।
নতুন নীতি এবং ইউক্রেনে সামরিক সহায়তা ত্বরান্বিত করার বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বার বার প্রশ্ন ওঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় এসেছে।
ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধাবসানের বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি।
রাশিয়ার সাথে সমঝোতার আলোচনার সময় ইউক্রেনকে সতর্ক থাকতে হবে। কারণ সমঝোতা নিয়ে আলোচনার সময় ইউক্রেন সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র য়দি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে মস্কো উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার দৈনিক নিয়মিত ব্রিফ্রিংয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন। ট্রাম্প নয়, আপাতত বাইডেন এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেছেন মিলার।
সূত্র : বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.