11/21/2024 যুক্তরাষ্ট্র থেকে ভারত যেতে লাগবে মাত্র ৩০ মিনিট
মুনা নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রার সময় কমিয়ে এনেছে বিমান। সড়কপথে যেসব জায়গায় যাওয়া অনেক সময়সাপেক্ষ তা এখন ঘণ্টার অঙ্কে এনে দাঁড় করিয়েছে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা। তবে এবার দিল্লি থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া যাবে মাত্র ৩০ মিনিটে, যা স্বাভাবিক সময়ে সাড়ে ১৮ ঘণ্টায় পাড়ি দিতে হয়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পাওয়া বিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরকারের অংশ হতে যাচ্ছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসা যাবে মাত্র ৩০ মিনিটে।
এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট করতে সবসময় পাশে ছিলেন ইলন মাস্ক। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রম দিয়েছেন এবং অর্থ ব্যয় করেছেন। ভোটে জয় পেয়ে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর সঙ্গে ইলন মাস্ককে যৌথভাবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র দায়িত্ব দিতে যাচ্ছেন ট্রাম্প।
মাস্ক ঘোষণা দিয়েছেন, ট্রাম্প জেতার পর স্পেসএক্স এবার ‘পৃথিবী থেকে পৃথিবী’ তে মহাকাশ ভ্রমণের প্রকল্প নতুন গতি পাবে। দ্রুত এটি বাস্তবে রূপ নিবে।
প্রায় এক দশক আগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব করেছে। তাদের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গতিময় যান। এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নজিরবিহীন সময়ে পাড়ি দিতে পারবে। এছাড়া প্রতি যাত্রায় এটি এক হাজারের বেশি যাত্রী পরিবহন করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে ২৪ মিনিট সময় লাগবে। এছাড়া লন্ডন থেকে নিউইয়র্ক ২৯ মিনিটে, সানফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি ৩০ মিনিটে এবং নিউইয়র্ক থেকে সাংহাই ৩৯ মিনিটে পাড়ি দেওয়া যাবে।
মাস্ক বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের অনেক সময় বেঁচে যাবে। তবে এ ভ্রমণের পেছনে অনেক অর্থ ব্যয় করতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.