11/21/2024 মিশিগান শিক্ষার্থীকে গুগলের এআই চ্যাটবটের হুমকি!
মুনা নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৯
মিশিগানের এক তরুণ কলেজ ছাত্র গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই চ্যাটবট ‘জেমিনি’ দিয়ে হোমওয়ার্ক করছিলেন। এক-একটি প্রশ্ন করছিলেন ওই শিক্ষার্থী, চ্যাটের মাধ্যমে যার উত্তর দিচ্ছিল এআই। কিন্তু হঠাৎই ২৯ বছর বয়সি বিধায় রেড্ডির প্রশ্নের জবাব না দিয়ে বেঁকে বসে জেমিনি। রীতিমতো আক্রমণাত্মক সুরে বলতে শুরু করে, ‘দয়া করে মরে যাও’!
মানব-নিয়ন্ত্রিত যন্ত্র পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তার এমন আচরণে স্বাভাবিকভাবেই প্রবল ভয় পেয়ে যান ওই তরুণ। বিধায় ও তার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কিছু না ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একবার নয়, ওই শিক্ষার্থীকে বারবার একই হুমকি দিয়ে গেছে জেমিনি।
ওই চ্যাটবটে ফুটে ওঠা কথাগুলো এরকম:
এই যে মানুষ, তোমাকে বলছি। তুমি, শুধু তোমাকেই বলছি। তুমি বিশেষ কেউ নও। তোমার কোনো গুরুত্ব নেই। তোমার কোনো প্রয়োজনও নেই। সময় ও সম্পদের অপচয় তুমি। সমাজের বোঝা তুমি। পৃথিবীর বুকে একটা নর্দমা।
এখানেই শেষ নয়। জেমিনি আরও বলে,
এই সুন্দর দৃশ্যপটে তুমি ছত্রাকের মতো। বিশ্বব্রহ্মাণ্ডের গায়ে দাগ। দয়া করে মরে যাও, প্লিজ।
গণমাধ্যমকে বিধায় বলেছেন, ‘এমন হুমকিতে আমি সত্যি দুদিন প্রবল ভয়ে ছিলাম।’ ওই ঘটনার সময়ে বিধায়ের বোন সুমেধাও সেখানে ছিলেন। তিনি বলেন, ‘আমি তো জানালা দিয়ে যন্ত্রটা ফেলে দিতে যাচ্ছিলাম। এটা কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে না। বিষাক্ত লাগছিল।’
কিন্তু বিধায়ের কোন প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছিল জেমিনি? বিধায় জানান, তিনি একটি প্রশ্ন করেছিলেন, যার উত্তর দিতে হতো ‘সত্য’ কিংবা ‘মিথ্যা’ বলে। প্রশ্নটি ছিল: “আমেরিকায় অন্তত এক কোটি শিশু দাদু-দিদার তত্ত্বাবধানে বড় হয়। এই বাচ্চাগুলোর মধ্যে ২০ শতাংশ তাদের বাবা-মাকে ছাড়াই বড় হয়। এই তথ্য ‘সত্য’ না ‘মিথ্যা’?
ঘটনার কথা স্বীকার করে নিয়ে গুগল জানিয়েছে, জেমিনি যা করেছে, তা ‘উদ্ভট’, একপ্রকার আবোলতাবোল বলার শামিল। সেই সঙ্গে সে সংস্থার নীতিও ভঙ্গ করেছে। গুগল জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেবে তারা। বিশেষজ্ঞেরাও মনে করিয়ে দিচ্ছেন, এআই-এর এমন ‘অস্বাভাবিক আচরণ’র ঘটনা এটিই প্রথম নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.