01/29/2025 বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে র্শীষ স্থান হারালো ভারত, দখলে নিলো যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৬:০৮
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভ্রমণের ক্ষেত্রে কড়াকাড়ি আরোপ করেছে ভারত। এতে ভারতের সুবিধার পরিবর্তে উল্টো ক্ষতির মুখে পড়তে হয়েছে। কারণ বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে এতদিন ভারত শীর্ষ স্থানে ছিল। এবার সেই জায়গা দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ৭৭ কোটি টাকা খরচ করেছে। যা এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ খরচ। অন্যদিকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা।
তবে আন্দোলন শুরু হওয়ার আগে অর্থাৎ জুন মাসে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ কোটি টাকা। সেই হিসাবে কয়েক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় অর্ধেক কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যবে বাংলাদেশিরা বিদেশে যা খরচে করেন তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ১৮ শতাংশ অর্থ খরচ করা হয়েছে। সর্বশেষ সেপ্টেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ বেড়েছে।
চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশই বেড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে।
ব্যাংকাররা বলছেন, ভারত বাংলাদেশিদের ভ্রমণে কড়াকড়ি আরোপের ফলে বাংলাদেশিদের এখন অন্যতম ভ্রমণ–গন্তব্য হয়ে উঠেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। এ কারণে এই দুটি দেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.