04/18/2025 বছরে একবারের বেশি যাওয়া যাবে না রিয়াজুল জান্নাতে
মুনা নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৭
হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম থেকে নিয়ে মসজিদে নববির মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে, তাকে রিয়াজুল জান্নাত বলা হয়। এ জায়গাটুকুর দৈর্ঘ হচ্ছে ২২ মিটার আর প্রস্থে ১৫ মিটার।
রিয়াজুল জান্নাত পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি। দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখেরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, ‘আমার ঘর ও মিম্বরের মাঝে যে জায়গাটুকু রয়েছে, সেটি জান্নাতের অংশসমূহ থেকে একটি অংশ। অথবা জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান। এই অংশটুকু কাল কেয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে।’
বর্তমানে এর মেঝেতে বিছানো হয়েছে সুন্দর কারুকার্যখচিত দামী কার্পেট। হজ ও উমরাপালনকারীরে সেখানে নামাজের জন্য ভিড় করেন। এবার সেখানে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রিয়াজুল জান্নাতে যাওয়া যাবে না।
১৫ নভেম্বর, শুক্রবার সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জিয়ারতের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। তাহলে উমরা আদায়সহ সৌদি আরবের পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে।
উল্লেখ্য, সৌদি সরকারের হিসাবে চলতি বছর এক কোটির বেশি মুসলমান রিয়াজুল জান্নাত জিয়ারত ও রওজা মোবারকে সালাম পেশ করেছেন। যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।
রিয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে। যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা ভূষিত। এই পিলারগুলোকে বলা হয় রহমতের খুঁটি। এই খুঁটিগুলো হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের খেজুরের তৈরি খুঁটি ছিল। উসমানি খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয় বলে জানা যায়।
রিয়াজুল জান্নাতে অবস্থিত খুঁটিগুলো হলো- উসতুওয়ানা আয়েশা বা আয়েশা (রা.)-এর খুঁটি, উসতুওয়ানাতুল উফুদ বা প্রতিনিধি দলের খুঁটি, উসতুওয়ানাতুত্তাওবা বা তওবার খুঁটি, উসতুওয়ানা মুখাল্লাকা বা সুগন্ধি জালানোর খুঁটি, উসতুওয়ানাতুস সারির বা খাটের সঙ্গে লাগোয়া খুঁটি এবং উসতুওয়ানাতুল হারস বা মিহরাস তথা পাহাদারদের খুঁটি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.