04/10/2025 ইমরান খানের মুক্তি চেয়ে বাইডেনের কাছে ৪৬ কংগ্রেসম্যানের চিঠি
মুনা নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৭:২১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের ৪৬ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি চিঠি লিখেছেন। এর আগে গত অক্টোবরে আরো ৬০ সদস্য বাইডেনকে চিঠি লিখে এই আহ্বান জানান। ১৬ নভেম্বর, শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কংগ্রেসে আইন প্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এছাড়া নির্বাচনে ব্যাপক নির্বাচনি জালিয়াতি, অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করার অভিযোগে তুলেছে।
চিঠিতে কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করে। নির্বিচার গ্রেফতার, অবৈধ আটক এবং সামাজিকমাধ্যম ব্যবহারে ইন্টারেনট নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয়। বিধিনিষেধ উল্লেখ করেছে।
ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে বর্ণনা করে বেআইনিভাবে আটকের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইয়াসমিন রশিদ এবং শাহ মেহমুদ কুরেশিসহ অন্যান্য সিনিয়র পিটিআই নেতারা এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন।
কংগ্রেসের সদস্যরা ইসলামাবাদে আমেরিকান দূতাবাসের নীতি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে বলেছে, পাকিস্তান-আমেরিকান সম্প্রদায়ের উদ্বেগ দূতাবাসের অবস্থানে প্রতিফলিত হচ্ছে না। তারা পাকিস্তানে নতুন সরকার সম্পর্কে দূতাবাসের দ্রুত ইতিবাচক বক্তব্যেরও সমালোচনা করেছেন।
কংগ্রেস সদস্যরা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে নোটিশ নেওয়ার এবং মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তার নীতি বাস্তবায়নে পাকিস্তানের ওপর চাপপ্রয়োগ করতে হবে।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়।
গত বছরের মে মাসে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হন ইমরান। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অবস্থান করছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.