11/15/2024 শেখ হাসিনার বিবৃতি: ভারতের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ বাংলাদেশের
মুনা নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৮:২৯
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনার ঘন ঘন রাজনৈতিক বিবৃতি দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারত সরকারকে তার এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, ‘৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ক্রমাগত রাজনৈতিক বিবৃতি দিয়ে যাচ্ছেন। আমরা বিষয়টি নিয়ে আমাদের সরকারের অসন্তোষ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছি।'
তৌফিক হাসান জানান, ভারতীয় হাইকমিশনার আশ্বস্ত করেছেন যে তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ পায়নি। যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাই, তবে তাকে প্রত্যাবাসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'
এদিকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে তৌফিক হাসান উল্লেখ করেন, সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তারা (ভারত) বলেছে যে তারা জনবল সংকটের কারণে কিছু বিভাগের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ করেছে।
তিনি বলেন, বাংলাদেশি যেসব শিক্ষার্থীদের এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হবে, তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.