11/15/2024 হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ
মুনা নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৮:২১
মক্কার কাবা শরিফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত তথা কাঁধ সমান উঁচু অর্ধ চাঁদের ন্যায় গোলাকার স্থানকে হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয়। এটিও পবিত্র কাবার মূল অংশ। এই পবিত্রতম স্থানে নামাজ আদায়ের সময় নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার।
হারামাইন শরিফাইনের সংবাদাতা ইনসাইড দ্যা হারাইমাইনের মতে, হাতিমে কাবায় তাওয়াফকারীরা ৯০ সেন্টিমিটার উচ্চতা ও ১.৫ মিটার পুরো দেয়াল বেষ্টিত স্থানসহ (হাতিমে কাবা বা হিজরে ইসমাইল) তাওয়াফ করে থাকেন।
হাতিমে কাবায় নামাজ আদায়ের রয়েছে বিশেষ ফজিলত। তাই নারী-পুরুষ সবাই সেখানে নফল নামাজ আদায়ের জন্য ভিড় করেন। এখানে নামাজ পড়া এবং দোয়া করা, কাবা ঘরের দোয়া করার সমান। আর এ কারণেই তাওয়াফের সময় হাতিমে কাবাকেও তাওয়াফ করতে হয়। এ স্থানের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন।
হজরত ইবরাহিম (আ.) যখন কাবা শরিফ নির্মাণ করেন, তখন হাতিম সহকারে কাবা নির্মাণ করেন। তাই তাওয়াফের সময় হাতিমের এই অংশ সহকারে তাওয়াফ করতে হয়।
যেহেতু এখানে নামাজ আদায় ফজিলতপূর্ণ আমল, তাই এখানে সবসময় ভিড় থাকে। ফলে নানা বিশৃঙ্খলা দেখা দেয়। তাই হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ করে দিলো সৌদি কর্তৃপক্ষ। নতুন নিয়মে একজন নামাজ আদায়কারী দশ মিনিট সময় পাবেন নফল আদায়ের জন্য।
পুরুষদের নামাজের সময় হলো- পুরুষরা সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত। এ সময় কোনো নারী হাতিমে কাবায় ঢুকতে পারবেন না। আর নারীদের নামাজের সময় রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত। ওই সময় কোনো পুরুষ হাতিমে কাবায় ঢুকতে পারবেন না।
তবে কাবাঘরের রক্ষণাবেক্ষণের কারণে নির্ধারিত সময় হেরফের হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.