11/15/2024 মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব
মুনা নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ২০:৪৭
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে একাধিক পোস্ট লক্ষ্য করা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মাহাথির মোহাম্মদের মৃত্যুর খবর কোনো আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়নি।
মামুনুর রশিদ নামের একজন লিখেছেন, ‘আমরা গভীর ভাবে শোকাহত। আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ আর নেই। তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।’
কাজী আহসান নামে একজন লিখেছেন, ‘আধুনিক মালয়েশিয়ার জনক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মাহাথির মোহাম্মদ আর নেই। তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আমিন।’
মামুনুর রশিদ এবং কাজী আহসানের মতো অনেকেই মাহাথির মোহাম্মদের মৃত্যুর খবরটি ছড়িয়ে দেন। তবে কেউ কেউ বিষয়টি গুজব বলে নিশ্চিত হওয়ার পর পোস্টটি ডিলিট করে দেন। অনেকের পেজ এবং আইডিতে এমন পোস্ট এখনো শোভা পাচ্ছে।
মূলত মাহাথির মোহাম্মদ নন, মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। ফলে একই দিন ১৩ নভেম্বর রাতে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ইন্তেকাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
এর আগেও ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার জনপ্রিয় নেতা ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত হয়েছিল তার পরিবার। সাংবাদিকরা ভিড়ও করেছিলেন হাসপাতালে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.