11/23/2024 বাইডেনের সাথে দেখা করতে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ২২:৪৬
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে হোয়াইট হাউজে যাচ্ছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ নভেম্বর বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন।
যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।
ট্রাম্পের সাথে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছে। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরীকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন।
তবে বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজ জানাচ্ছে, জিল বাইডেনের সাথে মেলেনিয়া ট্রাম্প সাক্ষাৎ করার সম্ভাবনা কম।
গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।
সূত্র : বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.