11/14/2024 আর মাত্র দুই মাস, কী করবেন বাইডেন?
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ২২:৩২
হোয়াইট হাউসে আবার রিপাবলিকান তথা ট্রাম্পের শাসন শুরু হতে যাচ্ছে। চার বছরের ক্ষমতার কেন্দ্র থেকে বিদায় নিচ্ছেন ডেমোক্র্যাটরা। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ট্রাম্প।
দ্বিতীয়বারের মতো রিপাবলিকান ট্রাম্পের হাতে পরিচালিত হবে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ক্ষমতার এ পালাবদলের দুই মাস বাকি। শেষ সময়ে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন। যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায়।
বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে। এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা। অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো।
বাইডেনের হাত ধরে পাস হওয়া এবং ইতিমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরও বেশি মনোযোগ দিতে পারে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন। এগুলো হলো দ্বিদলীয় অবকাঠামো আইন, চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন।
রাষ্ট্রক্ষমতার পালাবদলের আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন। কেননা এ সময়ে কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.