11/14/2024 ভাইরাল ট্রাম্প এবং ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টের ফোনালাপ
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ২২:১৫
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন। আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প।
নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদাদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবৌ সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন সুবিয়ান্তো।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেই নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্তো। এ সময় তিনি বলেন, “আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই, স্যার।”
জবাবে ট্রাম্প বলেন, “বেশ তবে তাই হোক, আপনি যখন খুশি (আমার কাছে) আসতে পারেন।”
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছেন প্রাবৌ সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন কি না, সে সম্পর্কিত কোনও তথ্য দিতে পারেনি তার দফতর।
ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সুবিয়ান্তোকে ট্রাম্প বলেন, “আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। পেয়েছি। দলের লোকজন বলছে, যে গত ১০০ বছরে এমন জয় দেখা যায়নি।”
ট্রাম্প আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তিনি খুব সম্মান করেন। প্রাবৌ সুবিয়ান্তো’র ইংরেজিরও প্রশংসা করেন তিনি।
জবাবে ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবৌ সুবিয়ান্তো বলেন, “এর কৃতিত্ব আমেরিকান প্রশিক্ষকদের, স্যার। আমি বেশ কয়েকবার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে এসেছি।”
নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত অক্টোবরে গুলিবিদ্ধ হয়েছিলেন ট্রাম্প।
ফোনালাপে সেই প্রসঙ্গ তুলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আপনার ওপর হামলার ঘটনায় আমরা মানসিকভাবে বড় ধাক্কা অনুভব করেছিলাম, স্যার। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার বড় কোনো ক্ষতি হয়নি।”
জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি খুব ভাগ্যবান ছিলাম। আমি শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলাম, নইলে হয়তো এখন আপনার সঙ্গে কথা বলার মতো সৌভাগ্য হতো না আমার।”
ভিডিও লিংক : https://x.com/prabowo/status/1855981733646356732
সূত্র: রয়টার্স, এনডিটিভি, সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.