11/23/2024 সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৯
সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির ৯টি লক্ষ্যবস্তুতে আমেরিকান বাহিনী এসব হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার এই লক্ষ্যবস্তুগুলো ইরানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ১২ নভেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত ৯ টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বলে সামরিক বাহিনী সোমবার জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয়।
মূলত ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঝে-মধ্যেই অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। একসময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসলামিক স্টেট-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো।
এর আগে আমেরিকান সৈন্যদের ওপর মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এবং তাদের সমর্থনকারী মিলিশিয়াদের সাথে যুক্ত ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.