11/14/2024 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২০ অর্জন
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ২১:৪৮
গত ৮ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিন মাস পূর্ণ করেছে। দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে তার তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের গত তিন মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রমসমূহ নিচে তুলে ধরা হলো :
১. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশে নিহত ও আহত সাংবাদিকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অনুদান প্রদানের জন্য এসংক্রান্ত তালিকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণ করা হয়েছে।
২. পতিত সরকারের (২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত) সবে দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, সাম্প্রতিক গণহত্যা হেফাজত হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ড খুন, গুম, আয়নাঘর, দলীয়করণ, নির্বাচনীব্যবস্থা ধ্বংস, বাকস্বাধীনতা হরণ,দলীয় লাঠিয়াল বাহিনীর অপকর্মসহ সব মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি নির্মাণের জন্য ডিএফপিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩. ২০২৪-২৫ অর্থবছরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন প্রকাশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবের বিষয়টি অন্তর্ভুক্ত করে বিভিন্ন প্রকাশনার বিষয়বস্তু অনুমোদন দেওয়া হয়েছে।
৪. জাতিসংঘের তিনজন স্পেশাল রেপোটিয়ার কর্তৃক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির (১৬ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ তারিখ সময়ে) বিষয়ে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
৫. গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ১ জুলাই ২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশব্যাপী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে।
৬. গত ৩ মাসে ২৩ (৫টি আংশিক) অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। যার আর্থিক সংশ্লেষ ৭৬,৫১,১৮,০০০ টাকা। কার্যক্রম চলমান রয়েছে।
৭. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্র আমদানি ও রপ্তানির সুপারিশ প্রদানের জন্য কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ অনুযায়ী ট্রাস্টি বোর্ড কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপকমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তিন সদস্যবিশিষ্ট বাছাই কমিটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের উদ্দেশ্য জুরি বোর্ড, বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের লক্ষ্যে সদস্য নাম প্রস্তাবের জন্য সার্চ কমিটি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
৮. ২৪-২৮ সেপ্টেম্বর ২০২৪ সময়ে ‘সার্ক ফিল্ম ফেস্টিভাল (পার্টিসিপেটরি প্রোগ্রাম-শ্রীলঙ্কা)-এ বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য ৬টি চলচ্চিত্র (পূর্ণদৈঘ্য, স্বল্পদৈর্ঘ্য, শিশুতোষ ও প্রামাণ্যচিত্র) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
৯. দেশি-বিদেশি চলচ্চিত্র আমদানি-রপ্তানির জন্য সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপকমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপ-কমিটি পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ। আলোচ্য কমিটিগুলোর পুনগঠন হয়েছে। পুনগঠিত কমিটি দ্বারা চলচ্চিত্রের কার্যক্রম চলমান রয়েছে।
১০. বাংলাদেশ টেলিভিশনে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ওপর অনুষ্ঠান প্রচার, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও তাদের পরিবারবর্গকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণপূর্বক প্রচার ও ঢাকাসহ সারা দেশে দেয়াল লিখন, স্লোগান ও গ্রাফিতি তুলে ধরে তথ্য বিবরণীমূলক অনুষ্ঠান প্রচার।
১১. বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের গত ৩ মাসের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশের আহত ও নিহত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আহত ও নিহত সাংবাদিকদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিত আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করার লক্ষ্যে আবেদন সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় সহস্রাধিক আবেদন জমা পড়েছে। সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২ কোটি ৩৬ লাখ টাকা ৩৫০ জন দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
১১. জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। চলমান প্রশিক্ষণ পাঠ্যধারাগুলোতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাই বিপ্লব-২০২৪ প্রেক্ষাপট, বৈষম্যহীন মানবিক, সৃষ্টিশীল ও দুনীর্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যম বিষয়মূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ভিজুয়াল প্রোডাকশন টেকনিকস’ শীর্ষক প্রশিক্ষণ পাঠ্যধারায় প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাধ্যমে আলাদাভাবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের ধারণা নিয়ে অনুষ্ঠান নির্মাণ এবং গ্রুপ ভিত্তিক দুটি ডকুমেন্টারি নির্মাণের কাজ চলমান রয়েছে।
১২. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে (আগস্ট-২০২৪ থেকে অক্টোবর-২০২৪ পর্যন্ত সময়ের ইংরেজিতে ৭০টি ও বাংলায় ৭১টিসহ মোট ১৪১টি সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে। পতিত সরকারের ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সকল দুর্নীতি, অনাচার, দমন-পীড়ন, মানবতাবিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে সংবাদ সংগ্রহ ও প্রচার করা হয়েছে।
১৩. গণযোগাযোগ অধিদপ্তর থেকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি ও অন্যান্য জরুরি বিষয়ে ৪৮০ ইউনিট সড়ক প্রচার, মাইকিং, জনসচেতনতামূলক চলচ্চিত্র ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত ৫২৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, কমিউনিটি পর্যায়ে আর্থসামাজিক ও বিবিধ বিষয়ে সরাসরি ও ভিডিওকলের মাধ্যমে ১১৯টি উঠান বৈঠক, উন্মুক্ত বৈঠক আয়োজন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ ১৭৩টি সংগীতানুষ্ঠান আয়োজন, রেকর্ডকৃত ঐরূপ সংগীত প্রচার করা হয়েছে।
১৪. বাংলাদেশ বেতার থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে প্রতিক্রিয়া অনুষ্ঠান (গান, আলোচনা, সাক্ষাৎকার) এবং রাষ্ট্র সংস্কার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ রোধ অর্থপাচাররোধ ও আর্থিকখাত সংস্কার, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধ, দ্রব্যমূল্যর উর্দ্ধগতি রোধ, সঠিক পররাষ্ট্রনীতি গ্রহণ, মানবাধিকার নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থা সংস্কার বিষয়ক ইত্যাদি অনুষ্ঠান প্রচারিত হয়েছে।
১৫. প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান উপদেষ্টার ভাষণ, এবং গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয় নিয়ে গণমাধ্যম সাময়িকী ২টি নিরীক্ষা প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)। শহীদ শিক্ষার্থী, গ্রাফিতি, ট্রাফিক ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের ভূমিকা, আন্দোলনে আহতদের স্বাস্থ্য/চিকিৎসা বিষয়ে ২০টি ফিচার ফিচার নিবন্ধ সম্পাদনা ও প্রকাশ করা হবে (কার্যক্রম চলমান)।
১৬. বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গঠনে বিসিটিআই-এর করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে।
১৭. তথ্য অধিদপ্তর: মন্ত্রণালয়সমূহে জনসংযোগ কর্মকর্তা পদায়ন এবং উপদেষ্টাগণের দায়িত্ব পুনর্বণ্টনের সঙ্গে সঙ্গে একাধিকবার তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।
১৮. বাংলাদেশ প্রেস কাউন্সিল গণমাধ্যমে সুশাসন নিশ্চিতসহ বৈষম্য নিরসনে বিভিন্ন অংশীজনসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কীভাবে প্রেস কাউন্সিলকে কার্যকর গণমাধ্যমবান্ধব ও বৈষম্যমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে গণমাধ্যমকর্মী, বিভিন্ন অংশীজন সুচিন্তিত মতামত, সুপারিশ প্রদান করেছেন।
১৯. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আওতায় ৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ও ২টি টেইলার পরীক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুরি বোর্ড ২০২৩ পুনর্গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য আবেদনসমূহ যাচাই বাছাই কার্যক্রম চলছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ফিল্ম ক্লাবের নিবন্ধন চুড়ান্ত করা হয়েছে। ৩টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে।
২০. চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলন এর ওপর একটি গ্রাফিতির অ্যালবাম প্রকাশের জন্য ডামি চূড়ান্ত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.