11/14/2024 নিউইয়র্কে ভয়াবহ দাবানল, ১ দমকলকর্মীর মৃত্যু
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ২১:৪০
নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে দুটি অঙ্গরাজ্যের আড়াই হাজার একরের বেশি বনভূমি। এদিকে, দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ১৮ বছর বয়সী এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। খবর বিবিসি’র।
জানা যায়, আগুন প্রথমে নিউ জার্সিতে লাগলেও পরে তা নিউইয়র্কেও ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত পুড়ে গেছে রাজ্য দুটির আড়াই হাজার একরের বেশি বনভূমি। বন্ধ রাখা হয়েছে নিউ জার্সির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। অঞ্চলটির বেশকিছু ঐতিহাসিক স্থাপনাও হুমকির মুখে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
অসময়ে নিউইয়র্কে দাবানলের ঘটনায় হতবাক বাসিন্দারা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শুষ্ক আবহাওয়া ও প্রবল উত্তরের বাতাসের কারণেই নিউ জার্সি সীমান্ত থেকে নিউইয়র্ক সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে।
অঙ্গরাজ্য দুটির সীমান্তে আগুন নেভাতে গিয়ে ১৮ বছর বয়সী ড্যারিয়েল ভাসকুয়েজ নামের এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর, শনিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার সময় গাছ ভেঙে পড়লে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ১০ নভেম্বর, রোববার নিউইয়র্ক গভর্নর ক্যাথি হচুল বলেন, ‘ভাসকুয়েজের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’
নিউ জার্সির আবহাওয়া দফতর জানায়, নিউ মার্ক শহরে ১৯৪৯ সাল থেকে গত অক্টোবর ছিল সবচেয়ে শুষ্কতম অক্টোবর মাস। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ৭৫ দমকলকর্মী ও ২০০ জন সেচ্ছাসেবী কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খাবার ও পানি সরবরাহ করছেন তারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.