11/14/2024 বাইডেনকে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ২১:৩৪
সম্প্রতি এক বিতর্কসভায় প্রেসিডেন্ট জো বাইডেনকে ইস্তফা দেয়ার আহ্বান জানিয়েছেন তারই প্রশাসনের সাবেক কর্মী জামাল সিমন্স। তিনি বলেন, বাইডেনের উচিৎ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়া। এতে কমলা হ্যারিস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে কাজ করা সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হবে।
১০ নভেম্বর রোববার সিএনএন আয়োজিত এক বিতর্কসভায় এই মন্তব্য করেন তিনি। এরপর তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডলেও অনুরূপ দাবি তোলেন। তার এই দাবির পক্ষে সমর্থন দিয়েছেন অনেক আমেরিকান।
জামালের এই প্রস্তাবের কথা সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তাতে প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তাদের মধ্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন জামালের সাথে। তবে কেউ কেউ আবার ভিন্ন মতও পোষণ করেছেন।
উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন কমলা। তবে প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কমলার। বাইডেনের আমলে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন সময়ে তা প্রমাণ করেছেন তিনি। এমনকি এবারের নির্বাচন থেকেও বাইডেন সরে দাঁড়ানোর পর দলীয় প্রার্থী হিসেবে কমলার নাম প্রস্তাব করেছিলেন বাইডেন নিজেই।
আমেরিকা এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। কমলা এবার জিতলে, তিনিই হতে পারতেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে তা হয়নি। বাইডেন ইস্তফা দিয়ে কমলাকে স্বল্প সময়ের জন্য হলেও প্রেসিডেন্ট পদে বসানো গেলে, তা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেক আমেরিকান।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.