11/23/2024 যুদ্ধবাজ মুনাফাখোরদের দিন শেষ: ইলন মাস্ক
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ২১:২৭
ইউক্রেনে কাণ্ডজ্ঞানহীন রক্তপাত এবং যুদ্ধবাজ মুনাফাখোরদের জন্য সময় শেষ বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। ইউক্রেনে সংঘাত নিষ্পত্তির বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের পরিকল্পনার বিষয়ে গণমাধ্যমে আসা খবরের প্রতিক্রিয়ায় এক্স সোশ্যাল নেটওয়ার্কে মাস্ক এ কথা লিখেছেন।
এর আগে অ্যাক্সিওস পোর্টালের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে এক ফোনালাপে অংশ নিয়েছেন ইলন মাস্ক।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও তাঁর দল বর্তমান যুদ্ধক্ষেত্রে ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ বেসামরিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন সংঘাত নিরসনের পরিকল্পনা তৈরি করেছেন। তবে ওই অঞ্চলে শান্তিরক্ষী পাঠাবে না যুক্তরাষ্ট্র।
এই প্রস্তাব অনুযায়ী, ইউক্রেন অন্তত ২০ বছরের জন্য ন্যাটোর সদস্যপদ নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য থাকবে। বিনিময়ে ওয়াশিংটন সম্ভাব্য সংঘাতের পুনরুত্থান রোধে কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.